হাটি হাটি পা-পা করে ২০০৯ সাল থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলটি দিন দিন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রতিয়মান হচ্ছে। বাংলাদেশে এটাই প্রথম ঢাকা ক্রেডিট সমিতির মাধ্যমে স্কুল শুরু। এই ধারনা অনেকের চিন্তায়ও আনতে পারে নাই। কিন্তু দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর সুদক্ষ, চিন্তাবিদ ও রাজনীতিবিদ শ্রদ্বেয় প্রেসিডেন্ট, নির্মল রোজারিও ও সুযোগ্য সেক্রেটারী, বাবু মার্কুস গমেজ এর নতুন ভাবনায় প্রতিয়মান হয়েছে। তাদের লাগানো ছোট স্কুল নামের গাছটি রোপন করেছিল যা আজ অনেক বড় একটি গাছের ন্যায় রুপ নিতে যাচ্ছে। ২০১০ সালে শুরু হয়ে ছিল মাত্র ১৬ জন ছাত্র/ছাত্রী ও দুই জন শিক্ষিকা (তৃপ্তি ডি কস্তা ও শিল্পী কোড়াইয়া) নিয়ে। সেই থেকে আজ পর্যন্ত মোট প্রায় ২৭০০ জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করার সুযোগ পেয়েছে। ইতিমধ্যে গত ২০১৯ সাল থেকে এই পর্যন্ত সুনামের সহিত এস. এস. সি. পরীক্ষায় মোট ৭৬ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেছে। আপনারা শুনে অনেক সুখি হবেন যে, প্রায় তিন বছর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল এখন সরকারি ভাবে রেজিষ্ট্রেশন পেয়েছে যার ইন নম্বর হলো ১৩৯০৩২। ২০২৩ সালে থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের নামে পরীক্ষা দিবে। এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ বর্তমানে স্কুল রেজিষ্ট্রেশন করা খুব কষ্টসাধ্য ব্যাপার।
বর্তমান ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট মি: পংকজ গিলবার্ট কস্তা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য অকপটে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন । উনার অভিমত স্কুলটি আগামীতে একটি মানসম্মত ও উন্নত স্কুল হিসাবে দেখতে চান যেখানে ছাত্র/ছাত্রী পড়ার জন্য ছুটে আসবে বহু দূর-দূরান্ত থেকে। আজ একটি সত্যি কথা না বললেই নয়, প্রাক্তন প্রেসিডেন্ট মি: বাবু মার্কুস গমেজ বিগত মার্চ ১৭, ১৯১৬ সালে অভিমত ব্যক্ত করে বলেছিলেন “আমার একটা স্বপ্ন হলো দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর স্কুলটি হবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ স্কুল”। আর সেই ধারাবাহিকতা ধরে বর্তমান প্রেসিডেন্ট মি: পংকজ গিলবার্ট কস্তা ও বোর্ডে সকল সদস্য বিশেষভাবে প্রধান নির্বাহী অফিসার, মি: টমাস লিটন রোজারিও ও চীফ অফিসার, মিসেস সুইটি সি. পিউরিফিকেশন এর দক্ষ পরিচালনা ও তত্বাবধায়নে আজ স্কুলটি স্বপ্নের দিকে এগিয়ে চলছে বাস্তবায়নের লক্ষে।
ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২
০১৩০৯১৩৯০৩২
© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.