টেলিফোন:০১৩০৯১৩৯০৩২   ইমেইল: [email protected]

ইতিহাস

হোম

/আমাদের সম্পর্কে

/ইতিহাস

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল এর কিছু ইতিকথা:

হাটি হাটি পা-পা করে ২০০৯ সাল থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলটি দিন দিন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রতিয়মান হচ্ছে। বাংলাদেশে এটাই প্রথম ঢাকা ক্রেডিট সমিতির মাধ্যমে স্কুল শুরু। এই ধারনা অনেকের চিন্তায়ও আনতে পারে নাই। কিন্তু দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর সুদক্ষ, চিন্তাবিদ ও রাজনীতিবিদ শ্রদ্বেয় প্রেসিডেন্ট, নির্মল রোজারিও ও সুযোগ্য সেক্রেটারী, বাবু মার্কুস গমেজ এর নতুন ভাবনায় প্রতিয়মান হয়েছে। তাদের লাগানো ছোট স্কুল নামের গাছটি রোপন করেছিল যা আজ অনেক বড় একটি গাছের ন্যায় রুপ নিতে যাচ্ছে। ২০১০ সালে শুরু হয়ে ছিল মাত্র ১৬ জন ছাত্র/ছাত্রী ও দুই জন শিক্ষিকা (তৃপ্তি ডি কস্তা ও শিল্পী কোড়াইয়া) নিয়ে। সেই থেকে আজ পর্যন্ত মোট প্রায় ২৭০০ জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করার সুযোগ পেয়েছে। ইতিমধ্যে গত ২০১৯ সাল থেকে এই পর্যন্ত সুনামের সহিত এস. এস. সি. পরীক্ষায় মোট ৭৬ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেছে। আপনারা শুনে অনেক সুখি হবেন যে, প্রায় তিন বছর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল এখন সরকারি ভাবে রেজিষ্ট্রেশন পেয়েছে যার ইন নম্বর হলো ১৩৯০৩২। ২০২৩ সালে থেকে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের নামে পরীক্ষা দিবে। এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ বর্তমানে স্কুল রেজিষ্ট্রেশন করা খুব কষ্টসাধ্য ব্যাপার।

বর্তমান স্কুলের কার্যক্রম:

সামাজিক ও বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন কার্যক্রম,কর্মসূচি ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে হয়। নিচে তা উল্লেখ করা হলো :
  1. স্কুলের আশে-পাশের এলাকার মানুষকে সচেতন করে তোলার জন্য পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান করে থাকে স্কুলের শিক্ষার্থীরা।
  2. ট্রাফিক নিয়ম মেনে চলা ও শিখানোর লক্ষে নদ্দা শাখার ট্রাফিক পুলিশের সহায়তায় গত বছর শিক্ষার্থীরা কুড়িল মেইন রাস্তায় গিয়ে ট্রাফিক কাজে অংশগ্রহন করেছে।
  3. গত ২ বছর (২০২০-২০২১) করোনাকালিন সময় অনলাইনে, জুমে, মেসেজার ও শিক্ষার্থীদের পড়াশুনা ও পরীক্ষা নেওয়া এমনকি ফোনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগা রাখা হয়েছে।
  4. শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর পিকনিক করা হয়ে থাকে।
  5. তাছাড়া ছাত্র/ছাত্রীদের বিভিন্ন ঐতিহাসিক স্থানে শিক্ষা সফর করা হয়।
  6. স্কুলের সহ-শিক্ষা কার্যক্রমের মধ্যে সাধারন জ্ঞান, বিতর্ক, চিত্রাঙ্গন, দেয়ালিকা লিখন, কবিতা আবৃতি, গান ও হাতের সুন্দর লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
  7. বিভিন্ন দিবসগুলি যথাযথ মর্যাদার সহিত উদ্যাপন করা হয়। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সাংকিতিক অনুষ্ঠানের জন্য নাচ ও গান শিখানো হয়।
  8. বছরে তিনটি সামরিক পরীক্ষা নেওয়া হয় : ১. প্রথম সামরিক ২. দ্বিতীয় সামরিক ৩. বার্ষিক পরীক্ষা (প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত)।
  9. প্রতিটি সামরিক পরীক্ষার পূর্বে দুইটি করে শ্রেণি পরীক্ষা নেওয়া হয়।
  10. শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবকদের নিয়ে বছরে অন্তত ৩টি সভার আয়োজন করা হয়।
  11. বিষয়ভিত্তিক দুর্বল শিক্ষার্থীদের বিষয়শিক্ষকগন বিশেষ যতœ নিয়ে থাকেন।
  12. শিক্ষকগণ বিভিন্ন শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান করেন এমনকি বাড়ির পড়া বেশি না দিয়ে যতদূর সম্ভব ক্লাসে পড়া প্রস্তুত করে থাকেন।
  13. প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করে এদের খোঁজখবর রাখা হয় ।
  14. প্রতিনিয়ত অভিভাবকদের সাথে ফোনে বা সাক্ষাতে যোগাযোগ রাখা হয়।
  15. পুঁথিগত শিক্ষার বাইরে ও নৈতিক শিক্ষা দেওয়া হয়।
  16. বয়:সন্ধিকাল এর উপর ৫ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সচেতনামূলক শিক্ষা প্রদান করা হয়। প্রয়োজনে বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করা হয়।
  17. অভিভাবকদের সাথে ফোনে বা সরাসরি সাক্ষাতে শিক্ষার্থীদের পড়াশুনা বিষয়ক সকল বিষয় অবগত করা হয়।
  18. বিভিন্ন দিবস উদ্যাপনের সময় অভিভাবকদের ডাকা হয় ।
  19. প্রতি সপ্তাহে (রবিবার) ছাত্র/ছাত্রীদের হাতের নক, দাঁত , চুল, সঠিক স্কুল ড্রেস এর উপর বিশেষ তদারকী করা হয়।

বর্তমান ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট মি: পংকজ গিলবার্ট কস্তা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য অকপটে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন । উনার অভিমত স্কুলটি আগামীতে একটি মানসম্মত ও উন্নত স্কুল হিসাবে দেখতে চান যেখানে ছাত্র/ছাত্রী পড়ার জন্য ছুটে আসবে বহু দূর-দূরান্ত থেকে। আজ একটি সত্যি কথা না বললেই নয়, প্রাক্তন প্রেসিডেন্ট মি: বাবু মার্কুস গমেজ বিগত মার্চ ১৭, ১৯১৬ সালে অভিমত ব্যক্ত করে বলেছিলেন “আমার একটা স্বপ্ন হলো দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর স্কুলটি হবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ স্কুল”। আর সেই ধারাবাহিকতা ধরে বর্তমান প্রেসিডেন্ট মি: পংকজ গিলবার্ট কস্তা ও বোর্ডে সকল সদস্য বিশেষভাবে প্রধান নির্বাহী অফিসার, মি: টমাস লিটন রোজারিও ও চীফ অফিসার, মিসেস সুইটি সি. পিউরিফিকেশন এর দক্ষ পরিচালনা ও তত্বাবধায়নে আজ স্কুলটি স্বপ্নের দিকে এগিয়ে চলছে বাস্তবায়নের লক্ষে।

img not found ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

"যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ্য;

আত্মনর্ভিরশীল দেশ আমাদের স্বপ্ন"

যোগাযোগ করুন

ঠিকানা

ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২

ইমেইল

[email protected]

ফোন নাম্বার

০১৩০৯১৩৯০৩২

© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.